রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে শুরু হলো ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। গত ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের সবচেয়ে বড় কেনাকাটার এ উৎসবের শুভ উদ্বোধন করেন।
বিগত বছরের মতোই পুরো জানুয়ারি মাস জুড়েই চলবে এ বাণিজ্যমেলা। ৩২ একর জমির ওপর একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে এবারের বাণিজ্যমেলা। মেলার মূল ফটক সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পদ্মাসেতুর আদলে। পূর্বের তুলনায় স্টলের সংখ্যা কমিয়ে মেলাকে একটা পরিপূর্ণ আন্তর্জাতিক চেহারা দেয়ার চেষ্টা করা হয়েছে। মেলাতে ১১২টি প্যাভেলিয়ন, ১২৮টি মিনি প্যাভেলিয়ন এবং ২৪৩টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। ২০২০ সালের এ মেলায় ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যেমন- ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, মরিশাস, ভিয়েতনাম, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়া।
গত বছরগুলোর তুলনায় এবার টিকেটের দামও বাড়ানো হয়েছে। প্রাপ্ত বয়স্কদের টিকিট মূল্য ৪০/- এবং শিশুদের টিকিট মূল্য ২০ টাকা। ২৫% টিকেট পাওয়া যাবে অনলাইনে। (অনলাইনে টিকেট পেতে ক্লিক করুন)।
এবারের বাণিজ্যমেলায় বিশেষ আকর্ষণ হলো Jadroo E-commerce Ltd.। বাংলাদেশে এই প্রথম কোন অনলাইন শপ বাণিজ্যমেলার মতো বিশাল পরিসরে প্যাভিলিন নিয়েছে। Jadroo.com এর প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ২০ এ রয়েছে হোম ডেকর, কিচেন এক্সেসোরিজ, মেন ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ড্র্রেস, কিডস এন্ড মম প্রোডাক্টস, বাচ্চাদের খেলনা, স্টেশনারী কালেকশন, অরিজিনাল মেকআপ আইটেমসহ ২৬০০০ বেশি পণ্য। যার মধ্যে প্রায় ২০ হাজার পণ্যই বিদেশি। অসংখ্য পণ্যে যাদরো দিচ্ছে ৭৫% পর্যন্ত মূল্যছাড়। যেকোন কেনাকাটায় রয়েছে ৫% মূল্যছাড়। বাণিজ্য মেলায় ঘোষিত ডিসকাউন্ট সুবিধা অনলাইনেও পাবেন ক্রেতারা। অনলাইনে বাণিজ্য মেলার অফার পেতে ক্লিক করুন।
ডিসকাউন্ট এবং মেলার যেকোন বিষয়ে জানতে কল করতে পারেন যাদরো ইকমার্সের হটলাইন ১৬৬৪১ নাম্বারে অথবা ভিজিট করুন Jadroo.com ওয়েবসাইট।